মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:৫৮ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
২১শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আ.আ.ম.স. আরেফিন সিদ্দিকের সাথে স্বাধীনতার স্বপক্ষের অরাজনৈতিক সামাজিক সংগঠন “বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই” সৌজন্যসাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০১৯ উপলক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিতে সংক্ষিপ্ত সফরে তিনি রাজশাহীতে আসেন। উক্ত আলোচনা সভা শেষে “বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই” নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-ত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সংগঠনের সদস্য সচিব খালেদ হাসান বিপ্লব, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র যুগ্ম-আহ্বায়ক ড. ফিরোজুর রহমান, সংগঠনের সদস্য মহানগর রিক্সাভ্যান চালক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান কাজল, সাংবাদিক শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।