সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:৩১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক :
আনুশকা শর্মার সঙ্গে সম্পর্ক গড়ার রহস্য জানালেন বিরাট কোহলি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের প্রেমের রহস্য ফাঁস করেন ভারতীয় অধিনায়ক।
কোহলি বলেন, ‘প্রথমবার আমাদের যখন সাক্ষাৎ হয়েছিল আমি খুব নার্ভাস ছিলাম। জানতাম না কী বলব, তাই জোক করেছিলাম। সেটে দাঁড়িয়ে আমার কাছে এটা মজার মনে হয়েছিল। ঠিক আমি কী বলব, বুঝতে পারছিলাম না। ও এমনিতেই লম্বা। তারপর আবার হিল পড়েছিল। তবে ও আমাকে বলেছিল, ও ৬ ফুট লম্বা নয়। হিল পড়ে হাঁটার সময় আমার থেকে লম্বা লাগছিল। তাই আমি ওকে বলেছিলাম, লম্বা হিল আমি পছন্দ করি না। তার উত্তরে অনুশকা আমাকে বলেছিল ‘এক্সকিউজ মি’ তখন আমি বলেছিলাম ‘জোক করছি।’
কোহলি আরও বলেন, ‘ওর ব্যাকগ্রাউন্ড আমার মতো। আমরা দু’জনেই মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। তারপর নিজেদের ক্যারিয়ারের জন্য দু’জনেই কঠোর পরিশ্রম করেছি। আমরা দু’জনে একই গতিতে এগোলেও দু’জন ছিলাম ভিন্ন জগতের।’
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।