শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০২:৫৯ অপরাহ্ন
আল আমিন, (রাজশাহী) তানোর প্রতিনিধি :
রাজশাহী বিভাগের মান্দা, তানোর ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত এমটিএন প্রেসক্লাবে ২৭শে মার্চ ২০১৯ ইং বুধবার দুপুর সাড়ে ১২টায়। প্রধান উপদেষ্টা মোঃ মেছের আলী মাস্টার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এর সাথে প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুহুল আমীন খন্দকার সহ সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ ও জাতির কল্যান, মাদক নির্মূল, বাল্যবিবাহ্ রোধে সংবাদ কর্মীদের ভূমিকার কথা তুলে ধরা হয়। উক্ত সংক্ষিপ্ত মতবিনিময় সভায়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের লিখার মান উন্নয়ন সহ এমটিএন প্রেসক্লাবের উত্তর উত্তর উন্নতি ছাড়াও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম-আহ্বায়ক রাজশাহী জেলা ও এমটিএন প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা মোস্তারী জাহান লাভলী, সাংবাদিক শাহিনুর রহমান, সাংবাদিক আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী তুষার, আল আমীন প্রমুখ।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।