মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:৫৬ অপরাহ্ন
সোহানুল হক পারভেজ :
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম ওরফে স্বপন (নৌকা) প্রতীক নিয়ে ৮হাজার ৮১০ভোট এবং তার প্রতিদন্দি স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম (মোটর সাইকেল) প্রতিকে ৪হাজার ৯৯ভোট পেয়েছেন। ফলে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাইনুল ইসলাম স্বপন ৪হাজার ৮০০ ভোট বেশি পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার ২৫ জুলাই ২০১৯ ইং সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কলমা ইউপিতে বিরতিহীন ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলমা ইউপির মোট ভোটার সংখ্যা ২৪হাজার ৭৯৮জন এর মধ্যে এক নম্বর ওয়ার্ড বিল্লী স্কুল ও কলেজ কেন্দ্রে ৩হাজার ৯৭৫ জন, দুই নম্বর ওয়ার্ড চোরখৈর কেন্দ্রে ২হাজার ১৯০ জন, তিন নম্বর ওয়ার্ড কলমা কেন্দ্রে ২হাজার ৪৬০জন, চার নম্বর ওয়ার্ড কন্দপুর কেন্দ্রে ২হাজার ৭০৮জন, পাঁচ নম্বর ওয়ার্ড রামনাথপুর কেন্দ্রে ১হাজার ৬৯৮জন, ছয় নম্বর ওয়ার্ড মালবান্দা কেন্দ্রে ২হাজার ২৬৬জন, সাত নম্বর ওয়ার্ড নড়িয়াল কেন্দ্রে ২হাজার ৪২৩জন, আট নম্বর ওয়ার্ড দরগাডাঙ্গা কেন্দ্রে ৩হাজার ৫৯৯জন ও নয় নম্বর ওয়ার্ড আজিজপুর কেন্দ্রে ৩হাজার ৪৭৯জন ভোটর রয়েছে।
সাইবার নিউজ একাত্তর/ ২৫শে জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।