শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:৩১ অপরাহ্ন
সোহানুল হক পারভেজ :
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুলাই ২০১৯ ইং বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হয়। এখন ভোট গণনা চলছে। সকাল নয়টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়।
সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর পর থেকে ভোটার উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভোটার উপস্থিতি বাড়লেও সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি কম ছিল।
ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রগুলোতে র্যাব, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকালে ভোট দিতে এসে ভোটার শারমিন আক্তার বলেন, তিনি লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। ভোটের পরিবেশ ভালো।
চোরখৈর কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাজশাহীর গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খানও কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ হয়েছে বলে জানান।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বনদ্বীতা করছেন। বিএনপি থেকে চেয়ারম্যান পদে প্রার্থী দেয়নি।
কলমা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোটার ২৪ হাজার ৬৬০ জন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীকে উপজেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম।
সাইবার নিউজ একাত্তর/ ২৫শে জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।