শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৯:৩০ পূর্বাহ্ন
ইমন আল আহসান, (পটুয়াখালী) কলাপাড়া থেকে :
কলাপাড়া উপজেলা যুবলীগের দির্ঘ ১০ বছর ধরে কমিটি না হওয়ায় কলাপাড়া যুবলীগ ঝিমিয়ে পড়েছে। নেতৃত্ব ছাড়া চলছে কলাপাড়া উপজেলা যুবলীগ। যুবলীগ কর্মীরা সিঘ্রই চাচ্ছেন নেতৃত্ব দেয়ার মত সৎ, সাহসি , মেধাবী ,পরিশ্রমি একজন যোগ্য যুবনেতা। যার দিকনির্দেশনায় কলাপাড়া উপজেলার গোটা যুবসমাজ একত্রিত হবেন। এ রকম যে, ক’জন সাম্প্রতিক কালে যুবনেতার নাম উঠে এসেছে তাদের মধ্যে সৈয়দ মশিউর রহমান শিমুর নাম শীর্ষে।
ইতিমধ্যে এই যুবনেতা কলাপাড়া উপজেলার গোটা যুবসমাজকে সু-সংগঠিত করার কাজে একনিষ্ঠ কাজকরে যাচ্ছেন অবিরাম। যুবলীগ কর্মীদের যেকোন সমস্যায় রাত দিন তোয়াক্কা না করে ছুটে জান তিনি সমস্যা সমাধান করার জন্য। কলাপাড়া উপজেলার আওয়ামী পরিবারের মধ্যে সৈয়দ মশিউর রহমানের পরিবার অন্যতম। তিনি বর্তমানে কলাপাড়া উপজেলার ২নাং টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যন এর দায়ীত্ব পালন করে আসছে সঠিক ভাবে। ইতি মধ্যে এই যুব বান্ধব নেতা কলাপাড়া উপজেলার সকল ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীদের নিয়ে দলীয় সভা সেমীনার এবং দলীয় প্রোগ্রামে হাজার হাজার যুবলীগ কর্মী নিয়ে উপস্থীত থেকে দলীয় প্রোগ্রাম গুলো সফল করেন।
জানাযায়, সৈয়দ মশিউর রহমান শিমু একজন পরিশ্রমী যুবনেতা। উপজেলাও বিভিন্ন ইউনিয়ন যুবলীগ নেতা কর্মীরা জানান,সৌয়দ মশিউর রহমান শিমুর গোটা পরিবার বাংলাদেশ আওয়ামিলীগের সাথে জড়িত। তার দাদা সৈয়দ আবুল হাসেম এম সি এ মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক জাতির পিতা বঙ্গ বন্ধুর একান্ত সহচর ছিলেন। তাকে কলাপাড়া উপজেলা যুবলীগের সভাপতি দেয়া হলে যুবলীক কর্মীরা এক নতুন দিগন্ত ফিরে পাবে বলে এমন প্রত্যাশা করেন সাধারন মানুষ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ মশিউর রহমান শিমু জানান,সৈরাচারী বিএনপি জামাতের আমলে আমি এবং আমার বাবাকে প্রায় এক শ মিথ্যা মামলাদিয়ে হয়রানি করাহয় এবং আমাকে একাধীক বার জেলও খাটতে হয়েছে। আমাকে কলাপাড়াউপজেলা যুবলীগের সভাপতি দেয়াহলে উপজেলা যুবলীগ সু-সংগঠিত করবো এবং মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিসালি করার লক্ষে নিরলস ভাবে কাজ করে জাবো।
সাইবার নিউজ একাত্তর/ ০৯ নভেম্বর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক (রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।