শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০১:০৫ অপরাহ্ন
মাজেদুর রহমান মাজদার, (রাজশাহী) পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহী জেলার চারঘাট উপজেলার পাইটখালী গ্রামের মধ্যে চলমান রাস্তার উপর মো: কামাল আহমেদের ছেলে দেলোয়ার হোসেন( ৩৫)নামের বাড়ির সামনে পরিত্যাক্ত আবস্থায় কে -বা কারা সাদা রংঙ্গের ঢাকা মেট্রো খ ১১৭৩০৪ নাম্বারে একটি গাড়ি গত শনিবার রাত্রী ১০ টার সময় খালি গাড়ি দূর্বত্তরা ফেলে রেখে চলে যায় গাড়ির মধ্যে কোন ড্রাইভার বা গাড়ির মালিকের খোজ খবর পাওয়া যায়নি বলে জানান পাইটখালী গ্রামের সচেতন মহল গত রবি বারের দিন এলাকাবাসি চারঘাট মডেল থানায় ফোন দিলে সাদা রংঙ্গের খালি কার গাড়িটি উদ্ধার করেন বলে জানায় চারঘাট মডেল থানা ভার প্রাপ্তকর্ম কর্তা ওসি নজরুল ইসলাম তিনি আরও বলেন গাড়ির মালিক বা ভিক্ট্রিম পাওয়া যানি তাই রবিবার রাত্রি ৮টা ৩০মিনিটে গাড়িটি উদ্ধার করে চারঘাট মডেল থানায় নিয়ে আসা হয়।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।