শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৯:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান সতন্ত্রপ্রার্থী ( আনারস প্রতিক) জনাব কামাল উদ্দিন শিকদার ও ভাইস চেয়ারম্যান জনাব সেলিম আজাদ কালিয়াকৈর উপজেলার সর্বস্তরের জনগনের সাথে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সৌজন্য সাক্ষাৎ করেন কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী নব নির্বাচিত চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন শিকদার ও ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ নির্বাচনের বিজয়ী পরবর্তি কাজের দাপ অনুযায়ী কালিয়াকৈর উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষে,কালিয়াকৈর উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখার লক্ষে কালিয়াকৈর উপজেলা কে ডিজিটাল উপজেলা গড়ার প্রত্যয়ে কাজ করার অঙ্গিরার করে ইতিমধ্যে কালিয়াকৈরে মা মাটি ও মানুষের নেতা হিসেবে জনগনের দেওয়া ভোটে বিজয়ী হয়ে ও জনগনের দেয়া ভোটের অধিকার কে সমন্বিত রাখার প্রত্যয়ে অঙ্গিরার বদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ এর পতাকা তলে সকল জনগণকে সমবেত হয়ে আনন্দ শোভা যাত্রার মাধ্যমে সারা কালিয়াকৈর উপজেলার জনগনের সাথে কৌশল বিনিময় করেন। বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে সফিপুর বাজার তার নিজ কার্যলয় হতে আনন্দ শোভা যাত্রা শুরু করে প্রথম মৌচাক ইউনিয়ন পরিষদ, মধ্য পারা ইউনিয়ন পরিষদ,বোয়ালী ইউপি,ফুলবাড়িয়া ইউপি,চাপাইর ইউপি,সূত্রাপুর ইউপি,ঢালজুড়া ইউপি,আটাবহ ইউপি,শ্রিপলতলি ইউপি,ও কালিয়াকৈর পৌরসভা পদক্ষিনকরে আনন্দ শোভা যাত্রা শেষ করেন। পথিমধ্যে বিভিন্ন জাগায় জনতার উৎসক মূখোর ঢল দেখে তিনি পথ সভায় নামেন। নামার সাথে সাথে উৎসোক জনতা মূহু মূহু করাতালির মাধ্যমে নব নির্বাচিত চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন শিকদার কে অভিনন্দন জানান। সেই সময় সকল জনগনের দিকে হাত নেরে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং সর্ব সময় তার পাশে থাকার আহবান করেন। কালিয়াকৈর বাসীর ভালোবাসা মুগ্ধ হয়ে তাকে বিভিন্ন জায়গায় নামতে হয়।উনি যেখানেই নেমেছেন সেখানে জনস্রোতের পরিনত হয়েছে। ঐখানে তখন জনস্রোতের কারনে কোন তিল ধারনের ঠায় ছিলনা। সফরকালে সাথে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মহিলা আওয়ামিলীগ,উপজেলা কৃষক লীগে,শ্রমিকলীগ, উপজেলা যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ,সহ সকল সহযোগী সংগঠন এর নেত্রীবৃদ্ধ সহ তৃনমুল আওয়ামীলীগ।এবং দলমত নির্বিশেষে কালিয়াকৈরের উপজেলার হাজার হাজার জনগন আনন্দ শোভা যাত্রা অংশ গ্রহন করেন। আনন্দ শোভা যাত্রা চলা কালে আইন প্রশাসন বিরতার সহিত দায়িত্ব পালন করেন। এবং কামাল উদ্দিন শিকদারের প্রতি জনগনের ভালোবাসা মুখর জনস্রোত কে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যান।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।