বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৯:০৭ পূর্বাহ্ন
এ আর. রুহুল আমিন ,(কুমিল্লা) দেবীদ্বার থেকে :
কুমিল্লা বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় রবিবার সকাল ১০টায় গোমতী নদীতে ভাসমান অবস্থায় কাজী মোহাম্মদ আলী(২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি)আকুল চন্দ্র বিশ্বাস জানান স্থানীয় জনসাধারণ থেকে তিনি জানতে পারেন যে,রোববার সকাল ১০ টার সময় একটি লাশ পানিতে ভাসছে।পরবর্তীতে দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মো:শাহীন কাদির, এ এস আই নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
পুলিশ আরো জানিয়েছে, উদ্ধারকৃত লাশের শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এসময় নদীর তীরে মৃত মোহাম্মদ আলীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পুলিশ উদ্ধার করেছে।
পরে লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্ত্রী ফেরদৌসী আক্তার সাদিয়া (১৮)পুলিশ ফাঁড়িতে এসে তার স্বামীর লাশ সনাক্ত করে।
মৃত যুবকের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়,জেলার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চাঁনপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ আলী(২৪)।
সে স্থানীয় ওই কংশনগর বাজারে সাইমের দোকানে দীর্ঘ দিন ধরে দর্জির কাজ করতো। বিগত দুই মাস আগে হোমনা জেলার মনিপুর গ্রামের হিরো মিয়ার কন্যা ফেরদৌসি আক্তার সাদিয়ার (১৮) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।
পুলিশ জানিয়েছে, মত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত রহস্য জানা যাবে।এ ঘটনায় রোববার বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
সাইবার নিউজ একাত্তর/ ২৭শে অক্টোবর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক (রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।