admin
- মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর, ২০১৯ / ৫৮ সময় দর্শন
কামরুল ইসমাম মনা, স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ার দৌলতপুর এলাকা থেকে সমবার ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ইং এক অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা নারী-পুরুষকে আটক করেছে কুষ্টিয়ার ডিবি পুলিশ।
পুলিশ জানায়, দৌলতপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গাছের দিয়াড় এলাকা হতে সমবার বিকেল সাড়ে ৩ টার দিকে আসামী ১/ মোছাঃ রোকিয়া খাতুন (৩৭) স্বামী-মৃত নাছির আলী, সাং-গাছের দিয়াড় টলটলিপাড়া, থানা-দৌতপুর এবং ২/ রুবেল হোসেন (৩০) পিতা-মৃত আব্দুর রহমান সাং-বামনপাড়া, থানা-ভেড়ামারা, উভয় জেলা-কুষ্টিয়াদ্বয়কে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডি সহ হাতেনাতে আটক করেন।
এই ঘটনায় বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে দৌলতপুর থানায় ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
সাইবার নিউজ একাত্তর/ ২৪শে সেপ্টেম্বর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক (রাজু)