রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৬:৫৯ অপরাহ্ন
মুক্তার হোসেন (রাজশাহী) গোদাগাড়ী থেকে:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।শুক্রবার সন্ধা ৭ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কাদিপুর নামক স্থানে এই দুর্ঘটনায় আরও ২ মোটর সাইকেল আরোহী আহত হয়। নিহত মোমিনুল হক (১৬) গোদাগাড়ী উপজেলার কোচুয়া গ্রামের মুরাদুল ইসলামের ছেলে। আহত দুইজন হলো রাকিব(২২) ও সাব্বির(২৪)কে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোদাগাড়ীর প্রেমতলী তদন্ত পুলিশ ফাড়ির ইনচার্জ শ্রী নিত্য কুমার জানান, শুক্রবার সন্ধা ৭ টার দিকে রাজশাহীগামী ও চাপাইনবাবগঞ্জগামী দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোমিনুলের মৃত্যু হয়। বাকি আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।