শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০২:৪২ পূর্বাহ্ন
তারাজুল ইসলাম, (গাইবান্ধা) গোবিন্দগঞ্জ থেকে :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অর্থের অভাব কিংবা ঋন মুক্ত হতে হতদরিদ্র অনেক মানুষই নিজের শরীলের কিডনি বিক্রি করে দিয়েছেন। ভেবে ছিলেন মোটা অংকের টাকা পেয়ে বাকি জীবনটা তারা ভালই কাটাবেন । কিন্তুু কিডনি বিক্রির পরে নিজেই এখন অসুস্থ হয়ে পড়েছে। অনেকে আবার চিকিৎসা না পেয়ে মৃতুর প্রহর গুনছে।
দেহের অঙ্গ প্রতঙ্গ বিক্রি আইন অনুযায়ী নিষিদ্ধ হলেও গোবিন্দগঞ্জে স্থানীয় দালাল চক্রের খপ্পরে পড়ে কয়েক বছর আগে থেকে কিডনী বিক্রি প্রবনতা চলে আসছে, বিষয়টি অনেকটা গোপন থাকলেও অনুসন্ধানে বের হয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। গ্রামের অভাবনীয় ও খেটে খাওয়া মানুষ গুলো এনজিও থেকে ঋন মুক্ত হতে কিংবা স্বাচ্ছন্দ্যে সংসার চালানোর জন্য দেহের একটি কিডনী বিক্রি করে দেন।
প্রতিটি কিডনীর জন্য দালালরা ৫/৭ লক্ষ টাকা দেওয়ার কথা থাকলেও তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার বেশী কেউ পায়নি, অনেকে এখন অর্থের অভাবে সুচিকিৎসা করাতে পারছেন না।
দালালদের খপ্পরে পড়ে যারা কিডনী বিক্রি করে এখন অসুস্থ অবস্থায় পড়ে আছেন ,তাদের দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা.আবু হানিফ।
কারো দ্বারা প্রতারিত হয়ে কিংবা নাবুঝে কিডনী বিক্রি করে থাকলে তারা যদি আমাদেরকে অভিযোগ দেন তাহলে আমরা দ্রæত আইনগত ব্যবস্থা নিব। এবং পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ।
গোবিন্দগঞ্জ উপজেলার শহরগাছী ,বানেরশ্বর বাজার ,রাজাবিরাট, সহ জয়পুর হাট সীমান্তবর্তী এলাকার মানুষ গুলো বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা যায়। এদিকে সুশিল সমাজ বলছেন এখনি যদি এটি রুখে দাড়ানো না হয় তাহলে আরো বরো ধরোনের বিপর্যয় ঘটবে।
সাইবার নিউজ একাত্তর/ ০৮ অক্টোবর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক (রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।