শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন
তারাজুল ইসলাম, (গাইবান্ধা) গোবিন্দগঞ্জ থেকে :
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনকের কন্যা ৪ বারের সফল প্রধানমন্ত্রীর অঙ্গিকার মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। তাই যুব সমাজকে ভয়াল মাদকের ছোবল থেকে ক্রীড়ামোদি যুবকদের আয়োজনে আজকের খেলা হউক আগামী দিনের ইতিহাস।
গত ২৯ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ক্রীড়ামোদি জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাপমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম রেজা মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, সাপমারা ইউ’পি সদস্য শাহ আলম সরদার, সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রওশন হায়দার, সাহেবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার, শাকিব খান লেবু প্রমখ।
খেলায় সাহেবগঞ্জ ক্রীড়া সংস্থা বনাম বগুড়া ক্রীড়া সংস্থা খেলায় নিধারিত সময়ে কোন গোল না হওয়ায় পরবর্তীতে ট্রাইব্রেকারে বগুড়া ক্রীড়া সংস্থা চাম্পিয়ন হয়। খেলায় রেফারি ছিলেন আতাউর রহমান, সহকারী রেফারী হাবলু ও রায়হান, ধারাভার্ষ্যকারে ছিলেন রবিউল ইসলাম। শেষ প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিজয়ী ও রার্নাস আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন।
সাইবার নিউজ একাত্তর/ ২৯শে সেপ্টেম্বর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক (রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।