শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১২:২৬ অপরাহ্ন
মুহাম্মদ জয়নুল আবেদিন, চন্দনাইশ থেকে :
আলহামদুলিল্লাহ স্রষ্টার সৃষ্টির সেবায় নিবেদিত, ২০১৯ সালে যাত্রা শুরু ৪ টি অংঙ্গ সংগঠন করার,বিভিন্ন সামাজিক কাজ কারায় আলোড়ন সৃষ্টিকারী, অরাজনৈতিক,উন্নয়ন ভিত্তিক,সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, জিনিয়াস ফোরাম ফর হিউম্যানিটি এর উদ্যোগে, পবিত্র রমজান মাসে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত কে আঁকড়িয়ে ধরতে, শুক্রবার ২৪ মে ২০১৯ ইং, বাদ জুমা, শেবন্দী নূর মোহাম্মদ জামে মসজিদ (চন্দনাইশ) ময়দানে, মুসল্লিদের মাঝে নামাজ শিক্ষা ও মিসওয়াক বিতরন সুন্দর ও সফলভাবে সম্পুর্ণ করা হয়েছে।
উক্ত নামাজ শিক্ষা ও মিসওয়াক বিতরণে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক বরমা ইউনিউয়নের চেয়ারম্যান , উক্ত মসজিদের প্রধান উপদেষ্টা , মুহাম্মদ নূরুল ইসলাম,উক্ত মসজিদের খতিব মুহাম্মদ ফারুকে আজম,ইমাম হাফেজ মুহাম্মদ কায়ছার হামিদ,বরমা ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক, মুহাম্মদ ইরফানূল হক।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠক, ইসলামিক আরাবিক ইউনিভার্সিটি ঢাকা- এর এম.এ হাদিস বিভাগের শিক্ষার্থী, সাতবাড়িয়া ব্লাড ব্যাংক এর প্রতিষ্টাতা এডমিন, জিনিয়াস ফোরাম ফর হিউম্যানিটি এর স্বপ্নদ্রষ্টা,প্রতিষ্টাতা ও পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদিন (আফমাস),
আরো উপস্থিত ছিলেন সম্মানিত সিনিয়র মোহাম্মদ এমরান ফারাবী,
অর্থ সম্পাদক মুহাম্মদ রবিউল হোসেন (রবি),
প্রচার সম্পাদক মোহাম্মদ জিয়াম উদ্দিন,সদস্য মুহাম্মদ রাকিবুল ইসলাম,সদস্য মেজবাউল আলম সহ উক্ত সংগঠন এর অন্যান্য সম্পাদক ও সদস্য বৃন্দ।
জিনিয়াস ফোরাম ফর হিউম্যানিটি অংঙ্গ সংগঠন সমূহ:
জিনিয়াস ব্লাড ব্যাংক।
জিনিয়াস ফুড ব্যাংক।
জিনিয়াস মানবতার দেওয়াল।
জিনিয়াস শিক্ষা প্রকল্প।
সহ ক্যান্সার বিষায়ক, জঙ্গি ও মাদক বিরোধী আরো দুইটি সংগঠন এর কাজ চলতেছে।
উল্লেখ এই সংগঠনের প্রায় সবাই ছাত্র, ও এর সদস্য হতে কোনো ফি লাগে না।
সাইবার নিউজ একাত্তর/ ২৪শে মে, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।