শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০২:১৫ অপরাহ্ন
সাইবার নিউজ একাত্তর, অনলাইন ডেস্ক :
বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা পোষণ করেছেন চিত্রনায়ক রুবেল।
যদিও এখন পর্যন্ত নির্বাচনের তারিখ কিংবা তফসিল কোনোটিই ঘোষণা করা হয়নি। এরই মধ্যে অনেকে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা গণমাধ্যমকে জানিয়েছেন।
এরই মধ্যে চিত্রনায়িকা মৌসুমী কিছুদিন আগে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন। এবার একই পদে রুবেলও লড়বেন বলে জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুনেছি কয়েকজন এরই মধ্যে সভাপতি পদে নির্দিষ্ট কোনো প্যানেলের পক্ষে প্রার্থী হবেন। আমিও এ নিয়ে ভাবছি। পরিস্থিতি বুঝে আমি এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনব।’
নির্বাচন করলেও কোনো প্যানেল নিয়ে সেটা করবেন না বলে জানিয়েছেন রুবেল।
তিনি বলেন, ‘কোনো প্যানেলের পক্ষে নয়। একাই এ পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে। তবে এটি ঠিক তখনই হবে যখন দেখব চলচ্চিত্রে ভালোবাসার মতো মানুষ কেউ প্যানেল করেনি, তবে একাই আমি নির্বাচন করব।’
তিনি আরও বলেন, ‘যদি দেখি যোগ্য কেউ সভাপতি পদে প্রার্থী হয়েছেন, যিনি বা যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন তাদের প্যানেলের প্রতি আমার সমর্থন থাকবে। এতে করে আমি সভাপতি পদে নাও লড়তে পারি। স্বার্থ হাসিলের জন্য এবার যদি কেউ নির্বাচন করে তাহলে সেটা হতে দেব না।’
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।