রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৫:৩৯ অপরাহ্ন
মোঃ ফয়জুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে:
চাঁপাইনবাবগঞ্জে জেলা স্কাউটসের আয়োজনে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ বিষয়ক উদ্বুদ্ধকরণ কার্যক্রম-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসেন ।
পরে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির-উজ-জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার নিশাত আনজুম অনন্যা, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদক গোলাম রশিদ, স্কাউটসের প্রশিক্ষক, টিম লিডারসহ স্কাউটসের অন্যান্য সদস্যরা। সভায় স্কাউটসের সদস্যদের জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ বিষয়ক উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা করা হয়।
সাইবার নিউজ একাত্তর/ ৩০শে এপ্রিল, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।