মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:৩০ অপরাহ্ন
এ আর. রুহুল আমিন হাজারী, (কুমিল্লা) দেবীদ্বার থেকে :
কুমিল্লা জেলার কমিউনিস্ট পার্টির সভাপতি ও দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র ভগ্নীপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদ স্কুলের সিনিয়র শিক্ষক, দেবীদ্বার উপজেলার চরবাকর গ্রামের আব্দুল হাকিম মাষ্টার (৬০)’র শারিরীক অবস্থার খোঁজ খবর নিলেন দেবীদ্বার উপজেলা পরিষদ স্কুলে সভাপতি ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা।
হাকিম মাষ্টার গত মঙ্গলবার রাতে পাইলস সমস্যাজনিত কারনে প্রচুর রক্তক্ষরণে মারাত্মক অসুস্থ্য হয়ে পড়েন। তাকে বুধবার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার রক্তের হিমুগ্লুবিনের পরিমান ৬.৪ নেমে আসায় ‘ও’ পজেটিভ রক্তের প্রয়োজন হয়ে পড়ে। ইতিমধ্যে সাংবাদিক সাইফুদ্দিন রনী ও সাংবাদিক আনোয়ার হোসেন’র সহযোগীতায় কয়েকজন ডোনারও রক্তের সহযোগিতায় এগিয়ে আসেন।
বুধবার রক্তের ডোনার সাইলচর মসজিদ’র ইমাম ও বিজলীপাঞ্জার গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র মাওলানা ইব্রাহীম খলিল(২৫) এক ব্যাগ রক্ত দান করেন। আজ বৃস্পতিবার ছোট আলমপুর গ্রামের চাউল ব্যবসায়ি আবুল হাসেম’র ছেলে রুবেল (২৬) এক ব্যাগ রক্ত দান করেন। কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসাল্টেন্ট(অর্থপেটিক) ডাঃ আপেল মাহমুদ ও আর,এম,ও ডাঃ মঞ্জুর আলম আরো দু’ব্যাগ রক্ত প্রয়োজন হতে পারে বলে জানান। হাকিম মাষ্টার তাদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে হাকিম মাষ্টারের হার্ট সমস্যাজনিত কারনে একটি রিং পড়ানো হয়েছে।
হাকিম মাষ্টারের দ্রুত আরোগ্য লাভে তিনি সকলে নিকট দোয়া প্রার্থনা করেন।
সাইবার নিউজ একাত্তর/ ৮ জুন, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।