বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৭:৪৫ পূর্বাহ্ন
রমজান আলী, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় ক্রমান্বয়ে বেড়েই চলছে দাদন (সুদ) এর ব্যবসা তবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি প্রশাসন। উপজেলার পৌর শহর পেট্রোলপাম্প বাজার ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে জমে উঠেছে এ দাদন (সুদের) ব্যবসা। আবার রয়েছে সুদের ব্যবসার বিভিন্ন ক্যাটাগরি। পেট্রোলপাম্প এলাকায় নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, পেট্রোলপাম্প বাজারে সুদ কারবারিদের মানষিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকে বাপ দাদোর দেওয়া শেষ সম্বল ভিটে-বাড়ী বিক্রি করেও শোধ রকতে পারেননি সুদের টাকা। উল্লেখ্য করে বলেন ভিটে ছাড়া মানুষের নাম। কেউবা আবার তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ত্যাগ করেছেন নাড়ী পোতা সেই জন্ম ভুমি, কেউ আবার সুদের টাকা দিতে না পেরে ব্যাবসা বন্ধ করে চলে গেছে ঢাকায়। এভাবেই নষ্ট হচ্ছে আমাদের সমাজ, ওই এলাকার সচেতন নাগরিকরা এ রকম অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে আসতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এবং সুদ কারবারিদের চিহ্নিত করে শাস্তির দাবী জানান।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।