শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০১:৩১ অপরাহ্ন
সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল থেকে :
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, নিজেদের জীবনমান এবং সমাজ পরিবর্তন করতে হলে লেখাপড়ার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি পিতা মাতার সাথে কাজ করলে মন মানসিকতায় পরিবর্তন আসে। এসময় তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হলো দেশপ্রেম। যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা শুধু নিজের জন্য নয়, দশের জন্যও করতে পারে। তিনি আরো বলেন, বিশ্বের বড় দেশপ্রেমিক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দেশের জন্য দশের জন্য কাজ করে গেছেন।
মির্জাপুরে আলহাজ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজিত প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এসব কথা বলেন।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বোস বিপ্লব কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ শফিউদ্দিন মিঞা।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির আরেক প্রতিষ্ঠাতা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান।
পুনর্মিলনী উপলক্ষে লৌহজং নদী ঘেষা পুষ্টকামুরী গ্রামে অবস্থিত কলেজ প্রাঙ্গনটি নতুন ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়ে উঠে। পরে বিকেলে একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাইবার নিউজ একাত্তর/ ১২ জুন, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।