সোমবার, ০১ মার্চ ২০২১, ০৪:৪২ অপরাহ্ন
সোহানুল হক পারভেজ :
রাজশাহীর তানোরে এতিমদের সম্মানে ইফতার আয়োজন করা হয়েছে। চলতি বছরের ২রা জুন রোবাবার তানোর পৌরসভার চাপড়া (শিশু সদন) এতিম খানায় এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। তানোরের কলমা ইউপির ভালুকাকান্দর গ্রামের ডা, হাজী আব্দুল মজিদের পুত্র আব্দুল বারির উদ্যোগে ও তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরোর সার্বিক সহযোগীতায় এতিমখানা মসজিদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সুলতান আহম্মেদ, আইয়ুব আলী, জুয়েল রানা, আজিজুর রহমান ও সাংবাদিক পারভেজ প্রমূখ। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানা গেছে, বিগত ২০১৮ সালের ২৪ ডিসেম্বর রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউপির দুই বারের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাত্তার সরকার ও তার সহ-ধর্মীনি মালেকা বেগম এবং জামাই আব্দুল বারী ওমরাহ হজ্জ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে ঢাকা যাবার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনা স্থলেই তারা স্বামী-স্ত্রী মারা যায় ও জামাই গুরুত্বরভাবে জখম হয়। এ ঘটনার পর থেকেই জামাই আব্দুল বারী প্রতি বছর রমজান মাসে চাপড়া এতিমখানার শিশুদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে আসছে তারই ধারাবাহিকতায় এ বছরেও ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সাইবার নিউজ একাত্তর/ ২ জুন, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।