শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:২৯ অপরাহ্ন
আল আমীন,(রাজশাহী) তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর থানায় পৃথক দুই অভিযানে এক ওয়ারেন্ট ভুক্ত আসামি ও ৮ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে তানোর থানা পুলিশ। রবিবার ২৫শে আগষ্ট ২০১৯ ইং রাতে এ এস আই শ্রী পলাশ রায়ের নেত্রীত্বে পুলিশের একটি দল অভিযান চলিয়ে উপজেলার ৫নং তালন্দ ইউনিয়নের নারায়ণপুর গ্রাম থেকে ওয়ারেন্ট ভুক্ত জি- আর ২৮/১৯ তানোর আদালত কতৃক মামলার আসামি মোঃ আবুল কালাম আজাদ (৩৭), পিতা- মোঃ আরতউল্লাহ্, গ্রাম- নারায়নপুর, থানা-তানোর, জেলা- রাজশাহীকে, এবং এস আই গোলাম মোস্তফার নেত্রীত্বে পুলিশের আরো একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে বনকেশর মোড়ের মোঃ ইব্রাহীম আলীর চায়ের দোকানের সামনে থেকে ৮ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যাবসায়ী ১। মোঃ লিটন (৩৩) পিতা- মোঃ হারুন অর রশিদ, গ্রাম- সরনজায় (সরকার পাড়া), থানা-তানোর, জেলা-রাজশাহী, ও তার সহযোগী ২। মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা- মোঃ মহসিন মন্ডল, গ্রাম- আমশো, থানা – তানোর, জেলা-রাজশাহীকে আটক করা হয়। সোমবার সকাল ১১ টায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তানোর থানার তদন্ত (ওসি) রাকিবুল হাসান বলেন, আমাদের তানোর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় ও সঠিক পরামর্শের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ২টি অভিযানে এই ৩আসামীকে গেফতার করা হয়েছে। এদের মধ্যে ১ ওয়ারেন্টভুক্ত ও ২ নিয়মিত মাদক মামলার আসামীকে গেফতার করা হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, মাদক নির্মুলে তানোর থানার পক্ষ থেকে ইতিপূর্বেই জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারী এমনকি ওয়ারেন্ট ভুক্ত আসামী কাউকেই ছাড় দেওয়া হবেনা, বিশেষ করে মাদকের ব্যাপারে তো কোন কথায় নেই।
সাইবার নিউজ একাত্তর/ ২৬শে আগষ্ট, ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক(রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।