মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০১:২৬ পূর্বাহ্ন
ইমরান হোসাইন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে করোনোয় ঘরে থাকা অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্কুল ও কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদের অরাজনৈতিক সংগঠন ‘টিম হিউম্যানিটিস’ এর ভিন্ন উদ্যোগে চাল, ডাল, আটা ও আলু বিতরণ করা হয়।
আজ ৫ এপ্রিল রোববার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির বিভিন্ন এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যদের অনুদানে গচ্ছিত অর্থে ২৬০ কেজি চাল, ৭৫ কেজি ডাল, ১৩০ কেজি আটা ও ৮০ কেজি আলু অসহায় গরীব মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য পণ্য সহায়তা পেয়ে অসহায় গরীব মানুষ ভীষন খুশি ও আনন্দিত।
এরআগে গত ৪ এপ্রিল শনিবার তানোর পৌর এলাকা তানোর পাড়া, হিন্দুপাড়া, কুঠিপাড়া, গোল্লাপাড়া ও ঠাকুরপুকুর মহল্লায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক মো. সোহাগ। এতে সহায়তা করেন সংগঠনের অন্যতম সদস্য বাদশা আহমেদ, রাজু সরকার, মাহফুজুর রহমান নাগিব, সামান্তা খাতুন , সুরাইয়া খাতুন ও জুঁই খাতুন প্রমুখ।
সংগঠনটির সভাপতি আব্দুল কাইয়ুম জানান, বর্তমানে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের নিষেধাজ্ঞায় ঘর থেকে কোন মানুষ বেরুচ্ছে না। ফলে কর্মহীন শ্রমজীবি অসহায় গরীব মানুষ ঘরে বসে মানবেতর জীবন-যাপন করছেন। এঅবস্থায় সংগঠনের সদস্যদের অনুদানের গচ্ছিত অর্থ হতে ঘরে থাকা অসহায় গরীব মানুষের পার্শ্বে থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আগামীতে প্রশাসনের অনুমতিক্রমে সহায়তার হাত আরও বাড়িয়ে দেয়া হবে।
সাইবার নিউজ একাত্তর / ০৫ মার্চ ২০২০ইং মারুফ খান জয়
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।