বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:৪১ পূর্বাহ্ন
টিপু সুলতান, বিশেষ প্রতিনিধি :
তানোর কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে পাঁচন্দর ও বাধাইড় ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কমিটির সদস্যদের এ্যাডভোকেশী ও নেতৃত্ব বিষয়ক ২ দিনে প্রশিক্ষনে গতকাল মঙ্গলবার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস তানোর মুন্ডুমালা অফিসে ২ দিন ব্যাপি অনুষ্ঠানে মিসেস লতিকা কস্তা মাঠকর্মকর্তা আরসিএইচ ডিপি ঢাকা প্রজেক্ট অফিস, মিস লুচিয়া মার্ডি পিও হেলথ কারিতাস রাজশাহী অঞ্চল, পাঁচন্দর ও বাধাইড় ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কমিটির সদস্যদের অংশ গ্রহন করেন। অংশ গ্রহকারী ৯ জন মহিলা ও ১০ পুরুষ মোট ১৯ জন উপস্থিতি ছিলেন।
সমাপনি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্ডুমালা মিশনের ফাদার প্রদিপ গ্রেগরী। কারিতাস রাজশাহী অঞ্চলের মিস লুচিয়া মার্ডি সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আর সি এইচ ডিপি মিসেস লতিকা কস্তা,ঢাকা প্রজেক্ট অফিস সহকারি মাঠ কর্মকর্তা আগ্নেশ টুডু, মুন্ডুমালা ইউনিট অফিসের আন্দ্রেজ পালমা প্রমুখ। এছাড়াও মুন্ডুমালা ইউনিট অফিসের সহকারী মাঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাইবার নিউজ একাত্তর / ২১শে অক্টোবর ২০১৯ ইং আব্দুর রাজ্জাক (রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।