শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪৬ পূর্বাহ্ন
সোহানুল হক পারভেজ :
রাজশাহীর তানোরে জালিয়াতির মাধ্যমে জাল দলিল সৃষ্টি করে সরকারের এক নম্বর খাস খতিয়ানভুক্ত পুকুর দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তানোরের কলমা ইউপির কিসমত বিল্লী গ্রামে এই পুকুর দখলের ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, কিসমত বিল্লী গ্রামের মৃত তাছেন শেখের পুত্র বয়ান হাজী জাল দলিল সৃষ্টি করে সরকারি এক নম্বর খাস খতিয়ান ভুক্ত প্রায় দুই বিঘা আয়তনের শ্যাঁককুড়ি নামের খাস পুকুর জবর দখল করেছে।
এ ঘটনায় স্থানীয়রা চলতি বছরের ২৬ মে সোমবার প্রায় অর্ধশতাধিক গ্রামবাসির স্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগ ডাকযোগ রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) বরাবর প্রেরণ করেছেন। এদিকে ওই খাস পুকুরের দখল নিয়ে বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা সরেজমিন অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে জানতে চাইলে বয়ান হাজী অভিযোগ অস্বীকার করে কলেন, ওই পুকুরের দলিল তার কাছে রয়েছে তবে তিনি দলিল দেখাতে অপারগতা প্রকাশ করে বলেন, আমার কোনো অনিয়ম-দূর্নীতি থাকলে ভূমি অফিস দেখবে এটা সাংবাদিক বা গ্রামবাসির দেখার বিষয় নয়। কার কাছে থেকে তিনি পুকুরের দলিল করেছেন এই প্রশ্নে তিনি কোনো সদোত্তর না দিয়ে এড়িয়ে গেছেন।
এব্যাপারে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, তিনি কোনো লিখিত অভিযোগ পাননি তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সাইবার নিউজ একাত্তর/ ১ জুন, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।