রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৩:০৫ অপরাহ্ন
টিপু সুলতান, বিশেষ প্রতিনিধি :
রাজশাহীর তানোরে এসটিসি ব্যাংক পুনরায় চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ব্যাংকের সিলগালাকৃত এসটিসি ব্যাংক খুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সমবায় অফিসার আক্তার হোসেন, এসটিসি ব্যাংকের এডভাইজার আশরাফুল হোসেন মিন্টু, এসটিসি ব্যাংক রাজশাহী শাখার আজিমুদ্দিন, কামাল পারভেজসহ ব্যাংকের কর্মচারীরা।
তানোর শাখা ম্যানেজার রানা রহমান মৃধা জানান, চলতি মাসের ১৬ অক্টোবর ব্যাংকের কার্যক্রম বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সিলগালা করে দেয়া হয়। গতকাল ব্যাংকের যাবতীয় কাগজপত্র দেখে নির্বাহী কর্মকর্তার নির্দেশে ব্যাংক খুলে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান ব্যাংক সংক্রান্ত হাইকোর্টের একটি রিটের কাগজ থাকায় ব্যাংকটি খুলে দেয়া হয়েছে।
সাইবার নিউজ একাত্তর / ২১শে অক্টোবর ২০১৯ ইং আব্দুর রাজ্জাক (রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।