শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৩:১৩ অপরাহ্ন
আল আমিন (রাজশাহী) তানোর থেকে :
” আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার”
” চালু হলো ই-নামজারী টাউট দালালদের মাথাই বাড়ি”
এই দুটি প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা ভুমি অফিসের উদ্বোগে পালিত হচ্ছে “ভুমি সেবা সপ্তাহ ও ভুমি উন্নয়ন কর মেলা-২০১৯”। ১০ই এপ্রিল রোজ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা ছোট হলরুমে এই মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, রোভার স্কাউট ও ভুমি অফিসের সুবিধাভোগী সহ সর্বস্তরের মানুষ উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে তানোরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা ভূমি অফিসের যে সকল সার্ভিস অন লাইনের মাধ্যমে পাওয়া যাবে সেগুলোর সম্মন্ধে জনসাধারণকে বুঝানো হয়, বিভিন্ন সেবা,ভুমি সংক্রান্ত পরামর্শ সংবলিত লিফলেট বিতরন ও দালালদের থেকে দূরে থাকতে উদ্বুদ্ধকরা করেন বক্তাগণ।আলোচনা সভায় গত ৯এপ্রিলে উদ্বোধনকৃত উপজেলা ভুমি অফিসের “ওয়ান ওয়ে ননস্টপ সার্ভিস” সম্পর্কে বিষদ আলোচনা করা হয় এবং ভুমি অফিসের সুবিধা ভোগী,সাধারণ মানুষের ভুমি সংক্রান্ত সকল সমস্যা ও মতামত প্রদানের সুযোগ দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব পারভেজ রায়হান, উপ-পরিচালক, স্থানীয় সরকার,রাজশাহী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব চৌধুরী মোঃ গোলাম রাব্বি, উপজেলা নির্বাহী অফিসার, তানোর,রাজশাহী। আরো উপস্থিত ছিলেন,জনাব মোঃ আব্দুল্যাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি), তানোর উপজেলা,রাজশহী।তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজের প্রিন্সিপাল হাবিবুর রহমান মিঞা,উপজেলা প্রসাশনের কর্মকর্তাগন,কবি আফজ উদ্দিন প্রমূখ ।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।