রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৩:২৫ অপরাহ্ন
ইমরান হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোর উপজেলায় রহমান কোল্ড ষ্টোরে এক আলু চাষী কৃষককে আটকে রেখে নির্যাতন করার ঘটনা ঘটেছে। এঘটনায় থানা পুলিশ খবর পেয়ে কোল্ড ষ্টোর থেকে ওই কৃষককে উদ্ধার করেছেন। পরে নির্যাতনের স্বীকার আলুচাষী কৃষক এমদাদুল হক বাদী হয়ে তানোর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, তানোর উপজেলার চাপড়া গ্রামের আলু চাষী এমদাদুল হক ষ্টোর থেকে ৬০ হাজার টাকা লোন নিয়ে আলু চাষ করেন। এজন্য ষ্টোর কর্তৃপক্ষ ৩’শ টাকার নন-জুডিসিয়াম ষ্ট্যাম্প ও ফাঁকা ব্যাংক চেকে স্বাক্ষর নেন। লোন নিয়ে কৃষক এমদাদুল ৫ বিঘা জমিতে আলু চাষ করে ষ্টোরজাত করে রাখেন। শনিবার সকালে এমদাদুল হক তার আলু বিক্রির জন্য ষ্টোরে গেলে রহমান কোল্ড ষ্টোরের জিএম আব্দুল হালিম কৃষক এমদাদুলের কাছে লোনের টাকা চান। এসময় এমদাদুল আলু বিক্রি করেই টাকা পরিশোধের সিদ্ধান্ত জানান।
এতে কোল্ড ষ্টোরের জিএম আব্দুল হালিম কৃষকদের সামনে আলুচাষী এমদাদুলের কান ধরে টানা হেঁচড়া করে মাটিতে ফেলে দেন। এসময় তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে ঘরে আটকে রাখেন জিএম। খবর পেয়ে তানোর থানার এসআই হামিদুর সংগীয় ফোর্স নিয়ে ষ্টোরে গিয়ে কৃষক এমদাদুলকে উদ্ধার করে থানায় নেন। এব্যাপারে রহমান কোল্ড ষ্টোরেজের জিএম আব্দুল হালিম বলেন, এমদাদুলের কাছে টাকা পাওনা রয়েছে। টাকা আদায়ের ক্ষেত্রে কৃষকের সঙ্গে একটু খারাপ আচরণ করতে হয় বলে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে ষ্টোর থেকে ওই কৃষককে উদ্ধার করা হয়েছে। এঘটনায় কৃষক এমদাদুল বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
সাইবার নিউজ একাত্তর/ ৭ই সেপ্টেম্বর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক(রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।