রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৬:১৫ অপরাহ্ন
আল আমীন, (রাজশাহী) তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর থানা পুলিশ বৃহস্প্রতিবার ২০ জুন ২০১৯ ইং গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ৩মামলায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। থানা পুলিশ সুত্রে জানা যায়, সি-আর ৫৮/১৯ তানোর ৪০৬/৪২০/১০৯ ধারায় ওয়ারেন্টভুক্ত আসামী ১। মোঃ আব্দুর রাজ্জাক, পিতা- বশির উদ্দিন, ২। মোঃ শাহাদাত হোসেন, পিতা- আব্দুর রাজ্জাক উভয় সাং- কালিগঞ্জ, থানা- তানোর, জেলা- রাজশাহীদয়কে গোপন সংবাদের ভিত্তিতে পিএসআই নাজমুল হক মৃধার নেতৃত্বে গ্রেফতার করা হয়।
দ্বিতীয় পারিজারি ৩/১৪ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রবিউল ইসলাম, পিতা- সিরাজ উদ্দিন মন্ডল, সাং- কুঠিপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহীকে এএসআই পলাশ রায় এর নেতৃত্বে গ্রেফতার করা হয়। তৃতীয় মামলায় ৩৭৯/১৪৮/৪৪৭/৫০৬ ধারায় ওয়ারেন্টভুক্ত আসামী কামরুল ইসলাম, পিতা- আব্দুল মজিদ, সাং- বাইলপাকড়া হরিশপুর, থানা- তানোর, জেলা- রাজশাহীকে এএসআই রকিবুল হাসান গ্রেফতার করেন।
গ্রেফাতারের বিষয়টি নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, আমরা তানোর থানা পুলিশের পক্ষ থেকে গোপনে অনুসন্ধান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এই আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আরো যে গুলো ওয়ারেন্টভুক্ত আসামী আছে তাদেরকেউ গ্রেফতারের জোর চেষ্টা চলছে, যে কোন ভাবে তাদেরকে গ্রেফতার করা হবে বলেও তিনি এই প্রতিবেদকদের জানান।
সাইবার নিউজ একাত্তর/ ২০শে জুন, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।