রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১০:০৬ অপরাহ্ন
এ আর রুহুল আমিন হাজারী, (কুমিল্লা) দেবীদ্বার থেকে :
কুমিল্লা দেবীদ্বার উপজেলার জয়পুর গ্রামে রেখা আক্তার (২৫) নামের ললাটিনী আজ সোমবার জন্ম দেন ৭ মৃত শিশু সন্তান।আজ থেকে প্রায় দশ বছর পৃর্বে জয়পুর গ্রামের মোঃ জামাল হোসেনের সাথে বিয়ে হয় রেখার। বিয়ের দশ বছর পর প্রথম গর্ভধারনী হন রেখা আক্তার ভাগ্যক্রমে ৪ সন্তান ও ৩ সন্তানাধী গর্ভে ধারন করেও মা নামের মধুর ডাকটি শিশুদের মুখ থেকে শুনা হল না রেখার। সোমবার ৮জুলাই ২০১৯ ইং ভোর ৬টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগীয় প্রধান ডাঃ সুরুজা জাহান নরমাল ডেলিভারীর মাধ্যেমে একের পর এক শিশুগুলি স্বাভাবিক ভাবে ডেলিভারীর কাজ সম্পৃর্ন করেন।কিন্তু শত চেস্টার মাঝেও শিশুগুলো কে বাঁচানো সম্ভব হল না।
রবিবার ৭জুলাই ২০১৯ ইং রাত সাড় আটায় দেবীদ্বার শিশু মাতৃ হাপাতালের শিশু ও গাইনী বিভাগীয় ডাঃ শারমীন জাহান নেন্সী প্রাথমিক চেস্টায় একটি শিশু ডেলিভারী করানোর পর বাকী শিশুগুলি ডেলিভারীর চেস্টায় ব্যার্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রেখার স্বামী মোঃ জামাল হোসেন দুবাই (প্রবাসী) তিনি ৯ মাস ধরে দুবাইতে থাকেন। বর্তমানে রেখা আক্তার স্বাভাবিক ভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন।
সাইবার নিউজ একাত্তর/ ৮ জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।