শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৫২ পূর্বাহ্ন
এ আর. রুহুল আমিন হাজারী (কুমিল্লা) দেবীদ্বার থেকে :
কুমিল্লার দেবীদ্বারে আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে দেবীদ্বারে মাসব্যাপী পণ্য ও শিল্প মেলার উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মাসব্যাপী পণ্য ও শিল্প মেলার উদ্ভোধন করেন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নুল আবেদীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, উপজেলা পরিষদ ভাইস মহিলা চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আনোয়ার, মেলার আয়োজক ‘আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রাখী মনি সিন্হা প্রমূখ। উদ্ভোধন শেষে অতিথিগন মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক মত বিনীময় সবার আয়োজন করেন। মেলায় বস্ত্র, খেলনা, খাদ্য, খেলঅ-ধূলার রাইটস্ সহ প্রায় ২০টি ষ্টল রয়েছে।
সাইবার নিউজ একাত্তর/ ১৯ জুন, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।