সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:১৪ অপরাহ্ন
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ থেকে :
নওগাঁর মান্দায় বন্যা কবলিত অসহায় হৃতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ৩ আগষ্ট ২০১৯ ইং দুপুরে উপজেলার বিষ্ণপুর ইউপির জোঁকাহাটে বন্যা কবলিত ৮০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের সেচ্ছাসেবী সংগঠন “শনিবার সকালের”সদস্যরা প্রত্যেক পরিবারকে সাড়ে ৪ কেজি চাল, অাধা কেজি ডাল এবং ১ কেজি করে খাওয়ার লবন বিতারন করেন।
অসহায় মানুষের কথা ভেবে তাদের সাধ্যের মধ্যে দিয়ে পাশে দাঁড়ানোর জন্য এলাকার মানুষ অত্যন্ত খুশি। যথাসময়ে সমাজের বিত্তবানরা কেউ এগিয়ে না আসায় হতাশ এলাকা বাসী । তারা জোঁকাহাটের আশেপাশের সকল অসহায় মানুষের মধ্যে এান বিতারন করেন। “এান বিতারন সময় তারা জানান,প্রত্যেক মানুষের সামাজিক দায়বন্ধতা আছে এই কারনে আমরা এসব অসহায়দের পাশে দীর্ঘদিন থেকে আছি। আল্লাহর মেহেরবানীতে যেন সারাজীবন এভাবে থাকতে পারি সেজন্য অামাদের দোয়া করবেন।
” অামরা এই সংগঠন থেকে প্রতি শনিবার ছুটির দিনে একটি করে ভালো কাজ করে থাকি। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন “শনিবার সকাল” এর সভাপতি রকিবুল ইসলাম,সহ-সভাপতি জাহিদ খাঁন তুর্য্য, সাধারণ সম্পাদক শহীদ স্বাধীন, যুগ্ম-সাধারন সম্পাদক পলাশ,ক্রীড়া বিষয়ক সম্পাদক মিরাজ,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর, অ্যাপ্যায়ণ বিষয়ক সম্পাদক অালামিন, সদস্য এম এ শাকিল হোসেন, মমিন মিঞা,রিমন, অাল অামিন,তাহের,রনি, হাবিব,মোস্তাইন বিল্লাহ,রোকন এবং দাসপাড়া সিনিয়র অালীম মাদ্রাসার প্রাণী বিদ্যার প্রভাষক অাবু বকর সিদ্দিক প্রমূখ।
এছাড়াও অত্র এলাকার সকল শ্রেনী পেশার মানুষদের সাথে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাইবার নিউজ একাত্তর/ ৪ আগষ্ট, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।