রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৯:২০ পূর্বাহ্ন
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ থেকে :
নওগাঁর মান্দায় ভাঁরশো ইউ’পির চৌবাড়িয়া হাটের পার্শ্বের গ্রামে মশিদপুর শিক্ষা উন্নয়ন পাঠাগারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় পাঠাগারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান। উপজেলার নিভৃত পল্লীতে গ্রামীণ পরিবেশে মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে আজ হতে এ পাঠাগারের যাত্রা শুরু হলো। পাঠাগার চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম।
এসময়, সভায় বক্তব্য দেন মজিদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হারুন অর রশিদ, মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, নওগাঁ সাহিত্য পরিষদের আহবায়ক আশরাফুল নয়ন, মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র এলাকার বিভিন্ন স্কুল,কলেজ এবং মাদ্রাসার -শিক্ষার্থীরা। এছাড়াও অসংখ্য বইপ্রেমী,শিক্ষানুরাগী,সচেতন নাগরিকসহ স্থানীয় সু্ধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও খন্দকার মুশফিকুর রহমান এ পাঠাগারে বিভিন্ন লেখকের সর্বোমোট ৮০ টি বই প্রদান করেন।
সাইবার নিউজ একাত্তর/ ২৫শে এপ্রিল, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।