রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৬:৪৪ অপরাহ্ন
মনিরুল ইসলাম, (চাঁপাইনবাবগঞ্জ) নাচোল থেকে :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ থেকে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করেন উপজেলা প্রশাসন । উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ কে এম তাজকির উজ জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আসাদুজ্জামান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা স্কুলের সহকারী শিক্ষক মজিদুল হক। এসডিজি প্রশিক্ষন কর্মশালায় সহযোগীতা করেছেন প্রধান মন্ত্রী’র কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট।
কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ র্কশালায় উপজেলার বিভিন্ন সেক্টরের টেকসই উন্নয়ন ও এসডিজি সম্পর্কে ধারনা দেওয়া হয়।
সাইবার নিউজ একাত্তর/ ২০ই এপ্রিল, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।