রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১২:২২ পূর্বাহ্ন
মোঃ রাশেদুল ইসলাম, নাটোর থেকে :
পিরজি পাড়া আদর্শ গ্রামের বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মঞ্জু পিতা মৃত শেখ গোলাম মোস্তফা গত রবিবার ০৭.০৭.২০১৯ইং তারিখ বেলা ২ ঘটিকায় তাহার নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)।
তাহার মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৮৫বছর। তিনি মৃত্যুকালে দুই স্ত্রী দুই ও দুই পুত্র সন্তান রেখে যান। উপজেলার সেক্টর কমান্ডার ফোরাম এর ব্যবস্থাপনায় অদ্য সোমবার ৮জুলাই ২০১৯ ইং তারিখ সময় ১১ ঘটিকায় পিরজিপাড়া মাদ্রাসার মাঠে মরহুমের রাষ্ট্রীয় সালাম অনুষ্ঠিত হয়। সালাম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান। সদর থানার অফিসার ইনচার্জ কাজী জালালা উদ্দিন আহমেদ এর পক্ষে গার্ড অব অনার প্রদান করেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু সিদ্দিক। রাষ্ট্রীয় সালাম শেষে একই স্থানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পর মৃত ব্যাক্তির মরদেহ এলাকার সামাজিক কবরস্থানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূন্য করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা কমান্ডার নাটোর সদর যুদ্ধহত মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবুল হোসেন। নাটোর সদর সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ মোকছেদ আলী মোল্লা। নাটোর জেলা শাখার সাধারন সম্পাদক সেক্টর কমান্ডার ফোরাম শেখ মোহাম্মদ ইউসুফ। সদর উপজেলা শাখার সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান। যুদ্ধকালীন কমান্ডার (আনসার) মোঃ জনাব আলী জুড়ান। সাবেক প্রতিষ্ঠানিক কমান্ডার আবুল হোসেন দুলাল।সাবেক ইউনিয়ন কমান্ডার দিঘাপতিয়া ইউপি মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, সাবেক ইউনিয়ন কমান্ডার বড়হরিশপুর মোঃ হোসেন আলী,কমান্ডার ফোরাম সদস্য পৌরসভা মোঃ জালাল উদ্দিন, মোঃ আবুল হোসেন বি.এ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সেক্টর কমান্ডার ফোরাম কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার রুহের মাগফিরাত ও দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের পক্ষ থেকে মরহুমের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করা হয়।
সাইবার নিউজ একাত্তর/ ৮ জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।