শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:১৭ অপরাহ্ন
নাটোরপ্রতিনিধি :
নাটোরের র্যাব-৫ কর্তৃক ০১ টি বিদেশী রিভলবার সহ ০২ জনকে গ্রেফতার করেছে। পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবার,২টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড, ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় ঈশ্বরদী থানাগড়গড়ি এলাকার মোঃ ওমর আলী প্রামানিক ছেলে মোঃ হাফিজুর রহমান (৩২), পাবনা থানার সাথিয়ানীমধ্যপাড়া এলাকার আবু জাফর এর ছেলে মোঃ জাহিদ হাসান (৩৫)।তাদের র্যাব অস্ত্রসহ হাতেনাতেগ্রেফতার করা হয় ।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আগ্নেয়াস্ত্রটি তারা বিক্রয়ের উদ্দেশ্যেতাদের হেফাজতে রাখিয়াছে বলে স্বীকার করে। র্যাব-৫,রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ রাজিবুল আহসান,কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে সোমবার রাত ১১টার দিকে পাবনা জেলার ঈশ্বরদীথানার আওতাপাড়া এলাকায় ঈশ্বরদী থানা গড়গড়ি গ্রামের মোঃ ওমর আলী প্রামানিক ছেলেমোঃ হাফিজুর রহমান (৩২), পাবনা থানার সাথিয়ানী মধ্যপাড়া এলাকার আবু জাফর এর ছেলেমোঃ জাহিদ হাসান (৩৫)। তাদের র্যাব অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয় ।
তাদের কাছথেকে ১টি বিদেশী রিভলবার, ২টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড, ১টি মোটর সাইকেল উদ্ধারকরা হয়্এঘটনার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
সাইবার নিউজ একাত্তর/ ২৪শে সেপ্টেম্বর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক (রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।