শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০১:০৩ অপরাহ্ন
রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে চিকন চাঁন চাকমা (৬০) নামে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ মে) উপজেলার সতেরো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি থেকে যাত্রীবাহী একটি বাস (চট্ট মেট্রো জ-০৫-০২৫৩) খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যায়। পথে নানিয়ারচর উপজেলার সতেরো মাইল নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ১২জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠালে পথে চিকন চান মারা যায়। এদের মধ্যে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে ফিরে গেছেন বলে রাঙামাটি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।