এম ইমরান খান, (চাঁপাইনবাবগঞ্জ) শিবগঞ্জ প্রতিনিধি :
শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করে, কোন নিয়ম-নিতীর তোয়াক্কা না করে শিবগঞ্জ উপজেলার এইচ এম মেমোরিয়াল কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় ছাত্র-ছাত্রীদের ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে উপস্থিত হলেন শিবগঞ্জের-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বর্তমানে জনসমর্থন থেকে ছিটকে পড়ায় স্কুলের শোভা বর্ধণের জন্য উক্ত স্কুলের কিশোর ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় স্কুল বন্ধ হওয়ার পরেও দীর্ঘ সময় ধরে দাঁড় করিয়ে রেখে আলোচনা সভায় উপস্থিত হন তিনি। দলিও ত্যগী নেতা-কর্মীদের মূল্যয়ন না করায় জনসমর্থন বাড়ালেন ছাত্র-ছাত্রীদের দিয়ে। যে খানে হাই-কোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা আছে কোমল মতি শিশুদের দিয়ে কোন রাজনৈতিক প্রোগ্রাম করানো যাবেনা।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু মানুষের সাথে কথা হলে তারা বলেন: বিষয়টি অত্যন্ত দুঃখ জনক ও অমানবিক আমরা জানি যে, দেশের মাননীয় রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের দাঁড় করিয়ে কখনো প্রোগ্রাম করেন না, কিন্তু কর্মী শুন্য ও বিভিন্ন বিষয়ে বিতর্কিত এমপি শিমুল তা করে দেখালেন।