রবিবার, ০৭ মার্চ ২০২১, ০২:২৫ অপরাহ্ন
উজ্জ্বল রায় নড়াইল থেকে :
পৃথক দুর্ঘটনায় চালক ২-নিহত নড়াইলের গোবরা-নওয়াপাড়া সড়কের আগদিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নসিমন চালক মাহমুদ হোসেন (৩২) নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়।
এ সময় রিয়াজ (২২) নামে একজন গুরুতর আহত হয়েছে। হতাহতরা নসিমনে করে আখ আনতে নড়াইলের লোহাগড়ার দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন নড়াইলের বিছালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেএম জাফর আলী। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এছাড়াও মা-ছেলেকে বাঁচাতে প্রাণ গেল প্রতিবেশীর ইজিবাইক চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলে।
এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকারও হন মা। তাৎক্ষণিক মা ও ছেলেকে বাঁচাতে প্রাণ হারান প্রতিবেশী এক যুবক। নড়াইলের নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউপির শুড়িগাতী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লিটন কুমার দাশ ওই গ্রামের মন্টু কুমার দাশের ছেলে।
স্থানীয় মিকাইল হোসেন জানান, নড়াইলের শুড়িগাতী গ্রামের যুবক আদু মিয়া নতুন ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার মা ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাটি দেখতে পান প্রতিবেশী লিটন। তাৎক্ষণিক তাদের বাঁচাতে ঘরের মেইন সুইচ বন্ধ করতে যান তিনি। তবে মেইন সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন লিটন। ওই সময় মা ও ছেলে বেঁচে গেলেও লিটন গুরুতর অসুস্থ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. ফারজানা মৃত ঘোষণা করেন। নড়াইলের নড়াগাতী থানার ওসি মো. আলমগীর কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সাইবার নিউজ একাত্তর/ ১৩ সেপ্টেম্বর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক(রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।