রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ১২:১৪ পূর্বাহ্ন
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “বিজ্ঞান ও প্রযুক্তি-অগ্রগতির মূল শক্তি” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে- ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে- ২৭ ও ২৮ মার্চ ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। এ মেলা প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন শেষে উক্ত মেলায় নেটিজেন আইটি লি: এর স্টল পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম মুগ্ধ হন। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যুয়ে নেটিজেন আইটির কার্যক্রমের প্রসংসা করে ইউএনও বলেন, শিক্ষা ক্ষেত্রে নেটিজেন আইটি লি: বিশেষ অবদান রাখছে। এসময় নেটিজেন আইটি লি: এর পত্নীতলা উপজেলা প্রতিনিধি আসাদ সাইফুল্লাহ্ ইউএনও’কে স্বাগত জানান।
উল্লেখ্য, উক্ত মেলায় মোট ৩৩টি স্টল স্থান পায়। ইউএনও সাথে এসময় উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকতাগণ, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।