শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০১:৪৩ অপরাহ্ন
মাজেদুর রহমান মাজদার, (রাজশাহী) পুঠিয়া থেকে:
পুঠিয়ার বানেশ্বরে পুকুরের পানিতে ডুকে আমীর হামজা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আমির হামজা উপজেলার বানেশ্বর ইউনিয়নের তাতারপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে। বুধবার সকাল ১১টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। এলকাবাসী সূত্রে জানাগেছে, সকালের খাবার খেয়ে পরিবারের সকল সদস্য তাদের নিজের কাজে চলে যায়। সেসময় শিশু আমির হামজা বাড়ির পাশে খেলা করছিলো। সেসময় শিশুটির মা বাড়ি কাজে ব্য¯Í ছিলো। এক পর্যায়ে শিশুটি তার মায়ে অজান্তে পাশের একটি পুকুরে ডুবে যায়। শিশুটিকে তার মা ও পরিবারের অন্যান্য সদস্য দেখতে না পেয়ে খোজাখোজি শুরু করে। পরে এলাকাবাসী শিশুটির পুকুরে ভাসতে দেখে তার পরিবারে খবর দেয়। সেসময় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।