Ruhul Amin
- শুক্রবার ২৪ জুলাই, ২০২০ / ৫৬ সময় দর্শন
মাজেদুর রহমান মাজদার, (রাজশাহী) পুঠিয়া থেকে:
পুঠিয়ায় ট্রাকের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত (৩৫) ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে পাঁচর সময় উপজেলার ঝলমালিয়া মুরাদের পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি পুঠিয়া হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ কাজল নন্দি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে রাজশাহী থেকে নাটোরগাগী একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো ট-১৩-৫৭৫১) উপজেলার ঝলমালিয়া মুরাদের পাম্পের সামনে এলে অপর একটি চলন্ত ট্রাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার ঘটনা স্থালে মারা যায়। পরে ট্রাকের ড্রাইভার ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুঠিয়া হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনা স্থলে গিয়ে অজ্ঞাত ট্রাক হেলপারের লাশ উদ্ধার করে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে বলে ফাঁড়ি ইনচার্জ কাজল নন্দি জানান। এছাড়াও তিনি বলে ট্রাক ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ট্রাকটি চালাচ্ছিল বলে এ দুর্ঘটনাটি ঘটে।সাইবার নিউজ একাত্তর/ ২৪ জুলাই ২০২০ ইং মারুফ খান