শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ন
মাজেদুর রহমান মাজদার, (রাজশাহী) পুঠিয়া থেকে :
পুঠিয়ায় আকাশ কবিরাজ নামের এক পাষন্ড স্বামীর হাসুয়ার আঘাতে স্ত্রী আন্না বেগম (২০) গুরুত্বর জখম হয়েছে। গুরুত্বর জখম আন্না বেগমকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার জিউপাড়া ইউনিয়নের নকুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, আন্না বেগমের স্বামী তার শশুরের বাড়িতে ঘরজামাই থেকে কবিরাজের চিকিৎসা করে আসছে। মাঝে মধ্যে কবিরাজি চিকিৎসা নিতে আশা রুগীরা আন্না বেগমের কাছে তার স্বামীর ঔষধে কাজ না হওয়ার জন্য অভিযোগ করে। এ নিয়ে আন্না বেগম ও আকাশ কবিরাজের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হতো। শনিবার ১৩ জুলাই ২০১৯ ইং দুপুর সাড়ে ১২টার সময় আকাশ কবিরাজ ও আন্না বেগমের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আকাশ কবিরাজ হাসুয়া দিয়ে আঘাত করলে আন্না বেগমের বাঁ হাতে গুরুত্বর জখম হয়। সেসময় তকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এব্যপারে আন্না বেগমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সাইবার নিউজ একাত্তর/ ১৩ জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।