শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০১:৫৩ অপরাহ্ন
মাজেদুর রহমান মাজদার, (রাজশাহী) পুঠিয়া থেকে :
পুঠিয়ায় প্রেমিক জুটি আটক নিয়ে রাতভর পুলিশ গ্রামবাসীর মধ্যে উত্তেজনার অভিযোগ উঠেছে। রবিবার ২৬শে মে ২০১৯ ইং প্রেমিকার সঙ্গে গভীর রাতে দেখা করতে এসে বেদম পিটুনীর শিকার হয়েছে প্রেমিক।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছালে গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত গ্রামবাসী। পরে সোমবার ২৭শে মে ২০১৯ ইং সকালে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ধোপাপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে হায়দার আলীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই উপজেলার হাড়োগাতি গ্রামের সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর। রবিবার দিবাগত রাত্রি ১১টার সময় প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় হায়দার। সে সময় তার দুই বন্ধু নাদিম ও রবিন সঙ্গে ছিল। মেয়েটি পুলিশকে জানায়, দেখা করতে এসে বিয়ের প্রতিশ্রতি দিয়ে তার সাথে শারিরিক সম্পর্ক করে হায়দার।
ঘটনা টের পেয়ে গ্রামবাসী হায়দার ও তার দুই বন্ধুকে আটক করে পিটুনী দেয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনা স্থলে ছুটে যায়। অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যেতে চাইলে গ্রামবাসী বাধা দেয়। এ নিয়ে গ্রামবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে গ্রামে মসজিদের মাইকে ঘোষনা দিলে গ্রামের উত্তেজিত লোকজন ছুটে এসে পুলিশের গাড়ীর হাওয়া ছেড়ে দেয় এবং পুলিশকে অবরুদ্ধ করে রাখে, এসময় পুলিশ লাঠি চার্জ করে।
পরে ভোরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে অভিযুক্তদের থানায় নিয়ে আসে। পরে গ্রামবাসীর পিটুনীতে আহত হায়দারকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এব্যাপারে পুঠিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাকিল উদ্দিন আহম্মেদ জানান, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ায় চার পাঁচ জনের নাম উলেখসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের নামে মামলা দায়ের করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।