বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৭:৩০ পূর্বাহ্ন
মাজেদুর রহমান মাজদার, (রাজশাহী) পুঠায়া থেকে :
পুঠিয়ায় বজ্রপাতে আব্দুল মান্নান (২৮) নামের এক জনের মৃত্যু হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছে আকরাম আলী (৩০) অপর একজন। নিহত আব্দুল মান্নান ও গুরুত্বর আহত আকরাম আলী দুইজন সহধর ভাই। বুধবার ২৪শে জুলাই ২০১৯ ইং দুপুর ২টার সময় উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, সকালে পাট কাটার জন্য বিলে যায় সহধর দুই ভাই। পাট কাটার এক পর্যায়ে দুপুরের খাবারের জন্য তার জমির আইলে বসে। সেসময় হঠাৎ বিকট শব্দে তাদের উপর বজ্রপাত হলে ঘটনা স্থলে মারা যায় আব্দুল মান্নান। সেসময় নিহত আব্দুল মান্নানের পাশে বসে থাকা তার বড় ভাই আকরাম আলীর বজ্রপাতে শরীর ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
সাইবার নিউজ একাত্তর/ ২৫শে জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।