সোমবার, ০১ মার্চ ২০২১, ০৫:০৩ অপরাহ্ন
মাজেদুর রহমান মাজদার, (রাজশাহী) পুঠিয়া থেকে :
পুঠিয়া পিএন সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান (৭৬) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
বৃহস্পতিবার ২০ জুন ২০১৯ ইং রাত্রি ৯টার সময় মরহুম শিক্ষক জিল্লুর রহমান পুঠিয়া রাজবাড়ি এলাকার তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন থেকে হৃদরোগে ভুগছিলেন। মরহুম শিক্ষক জিল্লুর রহমান পুঠিয়া পিএন সরাকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ১৯৬৬ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ২০০৭ সালে তিনি অবসরে যান। মরহুম শিক্ষক জিল্লুর রহমান পুঠিয়া উপজেলার প্রাক্তন শিক্ষকদের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মৃত কালে তার তিন ছেলে ও এক মেয়ে ও অশংখ্যা গুনাগ্রহী রেখে যান। মরহুম শিক্ষক জিল্লুর রহমানের নামাজে যানাজা শুক্রবার বাদ জুম্মা পুঠিয়া রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে। যানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফান করা হবে।
তার মৃত্যুতে পুঠিয়া উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক সংগঠন ও পুঠিয়া সাংবাদিক সমাজের সকল সদস্য শোক সমপ্তত্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাইবার নিউজ একাত্তর/ ২১শে জুন, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।