সোমবার, ০১ মার্চ ২০২১, ০৪:১২ অপরাহ্ন
মাজেদুর রহমান মাজদার, (রাজশাহী) পুঠিয়া থেকে :
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের আয়োজনে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ প্রফেসর ডাক্তার মনসুর রহমান ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন।
পরে পুঠিয়া উপজেলা অডিটোরিয়্যাম হলে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ প্রফেসর ডাক্তার মনছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মঞ্জুরে মাওলা।
আলোচনা সভায় পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ শাকিল উদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়াম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, পুঠিয়া সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, জিউপাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হোসনেয়ারা বেগম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শি ক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পুঠিয়া উপজেলার ৪ জন শ্রেষ্ট কৃষকদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি উপজেলা চত্বরে তেতুল গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
সাইবার নিউজ একাত্তর/ ৩১শে জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।