শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ১১:২৫ অপরাহ্ন
মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর থেকে :
জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, প্রাথমিক শিক্ষাই প্রকৃত শিক্ষার মূল ভিত্তি। শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে প্রয়োজন আন্তরিকতা। আর তাই সরকার বিষয়টি বিবেচনায় রেখে প্রাথমিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। শুধু তাই নয় সরকার প্রতিবছর ১ জানুয়ারি বই উৎসবের মাধ্যমে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বই তুলে দিচ্ছে। যা সরকারের একটি বিরাট সাফল্য।
২৮শে এপ্রিল ২০১৯ ইং শনিবার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে ৫৫ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত কুড়িটাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা-মননে শিক্ষা উপকরণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের আহবান জানান। শিক্ষার্থীরা নানা উপকরণের মাধ্যমে পড়ালেখায় আগ্রহী হলে তারা ভবিষ্যতে সৃজনশীল, অসাম্প্রদায়িক, মানবিক মূল্যবোধ ও বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে উঠবে। তবে কিছু অভিভাবক তাদের সন্তানদের কিন্ডারগার্টেন বা কেজি স্কুলে লেখাপড়া করাচ্ছেন। যা শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের সৃষ্টি হচ্ছে। তাই কেজি স্কুলের চেয়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়ালেখার মান যাতে আরও বেশি আস্থাশীল হয় সেই লক্ষ্যে প্রত্যেক শিক্ষককে আন্তরিক হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে মানসম্মত পাঠদানে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে প্রাথমিক শিক্ষার মান আরও অনেক দূর এগিয়ে যাবে।
কুড়িটাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান ও পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম।
সাইবার নিউজ একাত্তর/ ২৮শে এপ্রিল, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।