রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৩:১৮ অপরাহ্ন
মাজেদুর রহমান মাজদার, (রাজশাহী) পুঠিয়া থেকে:
সড়ক প্রসস্থ করণের ও উন্নয়নের সার্ত্বে রাজশাহীর জেলার পুঠিয়ার বানেশ্বর-চারঘাট সড়কের দুই পার্শ্বে অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পত্তি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ । শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বানেশ্বর ট্রাফিক মোড় এলাকা থেকে চারঘাট সড়কের দুই ধারের এ উচ্ছেদ অভিযান চলে। উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বো প্রাপ্ত, দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকার।
এসময় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, বানেশ্বর এলাকায় দু’পাশে প্রায় শতাধিক অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে। ২৮ আগষ্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যেই অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ ও মাইকিং করা হলেও তা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলে। উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।
সাইবার নিউজ একাত্তর/ ৭ই সেপ্টেম্বর ২০১৯ ইং/ আব্দুর রাজ্জাক(রাজু)
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।