শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০১:৫৪ অপরাহ্ন
সাইবার নিউজ ডেস্ক :
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি, বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও পুনরায় তৃতীয়বারের মত নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনাদের সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রাথমিক শিক্ষাই হলো মূলভিত্তি। তাই সকল শিক্ষককে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য বিশেষ ভাবে আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক, উপজেলা রির্সোস সেন্টার এর ইন্সট্রাক্টর এহসানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, এলাইগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরেন্দ্র নাথ রায়সহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জগদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারহানা রহমান (ফ্লোরা)। আলোচনা শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।