রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৬:৪৯ অপরাহ্ন
মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর থেকে :
দিনাজপুরের বীরগঞ্জে বালু লোডকৃত ট্রলি ও মোটরসাইকেল চালক আরোহী সহ নিহত-২। সোমবার ১লা জুলাই ২০১৯ ইং বেলা সাড়ে ১১টায় বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী দুইজন ঘটনাস্থলে আহত হলে স্থানীয় লোকজন ভ্যান যোগে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার মেডিকেল অফিসার আরএমও শমরেশ দাস ও আবুল হাসনাত দুইজনের মৃত্যু ঘোষণা করলে লাশ দুটি বীরগঞ্জ থানায় নিয়ে এসে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিহতরা হলেন, বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের আব্দুল লতিফুরের ছেলে দশম শ্রেণী ছাত্র মোঃ মারুফ (১৭) ও সনকা গ্রামের আনারুল ইসলামের ছেলে রানা (১৮)। ঘটনাস্থল পরিদর্শন করেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভীন সহ একটি পুলিশ টিম। এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি তদন্ত বিশ্বনাথ দাস গুপ্তার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে কোন মামলা না হওয়ায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাইবার নিউজ একাত্তর/ ১লা জুলাই, ২০১৯ ইং/হাফিজুল
© কপিরাইট : খন্দকার মিডিয়া গ্রুপ
বাল্যবিবাহ রোধ করুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।